বড়শিতে ধরা মাছ যেমন নিজের পরিণতি জানতো না, তেমনি আমরাও ভুলে যাচ্ছি আখিরাতের কঠিন বাস্তবতা

PoriPurno News Desk | ৬ আগস্ট ২০২৫
বড়শিতে আটকে যাওয়া একটি মাছ, যদি জানত তার অপেক্ষায় রয়েছে—ছুরি, বটি, ছাই, হলুদ, মরিচ, গরম তেল, আগুন—যেখানে তাকে ফ্রাই করে খেয়ে ফেলা হবে, তাহলে কি সে কোনোদিন সেই বড়শির ধারে যেত?
নিশ্চিতভাবে না।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাছের মতোই আজ আমরা মানুষরাও অদেখা ভবিষ্যতের ভয়ংকর সত্যগুলোকে অবিশ্বাস করছি। মহান আল্লাহ এবং তাঁর রাসূল ﷺ বারবার আমাদের সতর্ক করেছেন। মৃত্যু, কবর, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত ও জাহান্নামের কঠিন বাস্তবতা নিয়ে নিরবিচারে সতর্কতা দিয়েছেন, কিন্তু আমাদের গাফেলতা কোনোভাবেই কমছে না।
কবরের আযাব থেকে সতর্কবার্তা
মৃত্যুর পর প্রথম ধাপই হলো কবরের আযাব। হাদীসে এসেছে:
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: دَخَلَتْ عَلَيَّ يَهُودِيَّةٌ فَقَالَتْ: إِنَّ عَذَابَ الْقَبْرِ مِنَ الْبَوْلِ، فَقُلْتُ لَهَا: كَذَبْتِ، فَقَالُوا: بَلَى، إِنَّهُ كَذَلِكَ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ، فَقَالَ: صَدَقَتْ، إِنَّهُ لَا يُعَذَّبُ أَحَدٌ فِي قَبْرِهِ إِلَّا مِنَ الْبَوْلِ
— সহীহ ابن ماجه: 347
হাশরের ময়দানের ভয়াবহতা
আল্লাহ তাআলা বলেন:
﴿يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ  وَأُمِّهِ وَأَبِيهِ  وَصَاحِبَتِهِ وَبَنِيهِ﴾
“সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকেও।”— সূরা আবাসা (৮০): ৩৪-৩৬
পুলসিরাতের ভয়াবহতা
রাসূলুল্লাহ ﷺ বলেন:
ثُمَّ يُضْرَبُ الجِسْرُ عَلَى جَهَنَّمَ… فَيَمُرُّ النَّاسُ عَلَيْهِ كَالْبَرْقِ وَكَالرِّيحِ وَكَالطَّيْرِ وَكَأَجَاوِيدِ الْخَيْلِ وَالرِّكَابِ، فَنَاجٍ مُسَلَّمٌ، وَمَخْدُوشٌ مُرْسَلٌ، وَمَكْدُوسٌ فِي نَارِ جَهَنَّمَ
— সহীহ মুসলিম: ১৮৩
জান্নাত ও জাহান্নাম: অবিশ্বাসীর জন্য নিশ্চিত ভয়াবহ গন্তব্য
আল্লাহ বলেন:
﴿فَأَمَّا مَنْ طَغَى  وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا  فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى﴾
“অতএব যে সীমালঙ্ঘন করেছে, এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, জাহান্নামই হবে তার আবাসস্থল।”
— সূরা আন-নাযিআত (৭৯): ৩৭-৩৯
এবং মুত্তাকীদের জন্য জান্নাত:
﴿وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى  فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى﴾
— সূরা আন-নাযিআত (৭৯): ৪০-৪১
যদি আমরা সত্যিই বিশ্বাস করতাম…
এইসব বিষয় যদি আমরা অন্তরে বিশ্বাস করতাম, তাহলে কখনোই আমাদের চরিত্র এত কুৎসিত হতো না। আমরা গাঁথতাম না হারাম উপার্জনের জাল, করতাম না ঘুষ, সুদ, পরকীয়া, শিরক ও বিদআতের মতো গর্হিত কাজ।
নবী করিম ﷺ স্পষ্টভাবে বলেন:
كُلُّ جَسَدٍ نَبَتَ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَوْلَى بِهِ
“যে দেহ হারাম উপার্জন দিয়ে গঠিত, জাহান্নামই তার জন্য উপযুক্ত।”— সুনান তিরমিযি: ৬১৪
Increase Your Business with Expert Digital Solutions!
Get Unlimited Facebook Ad Credit, Guaranteed SEO Rankings, & Professional Web Development – all under one roof at MahbubOsmane.com!
 14+ Years of Experience – Guaranteed SEO Rankings
 800+ Satisfied Clients – Unlimited Facebook Ad Credit
 Proven Results, Maximum ROI – Professional Web Development
Contact us ( +8801716988953 WhatsApp ) today and take your business to the next level! Visit: MahbubOsmane.com
এখনই সময়, সতর্ক হবার
ঠিক যেমন বড়শিতে ধরা মাছটি বুঝতেই পারে না তার গন্তব্য কত ভয়াবহ, আমরাও আমাদের গাফেলতা ও কুঅভ্যাসের কারণে বুঝতে পারছি না—আমাদের জীবনের শেষ গন্তব্য কতটা ভয়ংকর হতে পারে। আর সেদিন আমাদের আর ফিরে আসার সুযোগ থাকবে না।
আল্লাহ বলেন:
﴿حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ رَبِّ ٱرْجِعُونِ  لَعَلِّيٓ أَعْمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّآ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَا﴾
“যখন তাদের কারো মৃত্যু আসবে, সে বলবে, হে আমার প্রভু! আমাকে ফিরে পাঠাও, যাতে আমি সৎকর্ম করতে পারি। কখনো নয়! এটা শুধু এক কথা সে বলছে।”
— সূরা আল-মু’মিনূন (২৩): ৯৯-১০০
শেষ কথা
আমরা চাইলেও সত্যকে এড়াতে পারব না। একদিন আমাদেরকেও মাছের মতো সত্যের বড়শিতে আটকা পড়তে হবে—তফাৎ এতটুকুই, আমাদের জন্য অপেক্ষা করছে আখিরাতের জবাবদিহি।
যদি আজই আমরা সতর্ক না হই, তাহলে সামনে কেবলই অনুশোচনার পথ।
🔸 প্রকাশনায়: PoriPurno News Desk
🔸 লেখক: মাহবুব ওসমানী — ইসলামী চিন্তাবিদ, লেখক এবং PoriPurno.com-এর প্রতিষ্ঠাতা
Do you still have questions? Or would you like us to give you a call?
Call us at wa.me/+966549485900 or wa.me/+8801716988953 to get a free consultancy from our expert or you can directly email us at hi@mahbubosmane.com We would be happy to answer you.
 
				 
					

