Islam

ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করলো সৌদি আরব

পরিপূর্ণ নিউজ ডেস্ক

পবিত্র ওমরাহ পালন করতে প্রতিবছর বিশ্বের কোটি কোটি মুসলমান সৌদি আরব ভ্রমণ করেন। কিন্তু ভিসা আবেদন, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে নানা জটিলতা ও বিভ্রান্তির কারণে হাজিদের ভোগান্তি হতো প্রায়ই। অনেকেই ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে ওমরাহ সম্পন্ন করার চেষ্টা করতেন, আবার কেউ কেউ ট্রাভেল এজেন্টদের উপর নির্ভর করতেন।

তবে এবার ওমরাহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও আধুনিক করতে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ভিসা, হোটেল, পরিবহনসহ পুরো ওমরাহ ব্যবস্থাপনাকে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়েছে। নতুন নিয়ম ভঙ্গ করলে হাজিদের পাশাপাশি ট্রাভেল এজেন্টদেরও গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

হাজিদের জানা উচিত নতুন ১০ নিয়ম

১) ভিসা আবেদনকালে হোটেল বুকিং বাধ্যতামূলক

এখন থেকে ওমরাহ ভিসা আবেদন করতে হলে হোটেল বুকিংও করতে হবে। নুসুক বা মাসার অ্যাপে অনুমোদিত হোটেল থেকেই এই বুকিং করতে হবে। তবে কেউ যদি আত্মীয়ের বাসায় থাকেন, তবে সেই আত্মীয়ের ঠিকানা ভিসায় যুক্ত করতে হবে।

২) আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি দিতে হবে

আত্মীয়ের বাসায় অবস্থান করলে স্বাগতিকের ইউনিফায়েড সৌদি আইডি ভিসার সঙ্গে নিবন্ধন করতে হবে। সফরের তারিখ বা সূচি পরিবর্তন হলে সেটিও সঙ্গে সঙ্গে হালনাগাদ করতে হবে।

৩) টুরিস্ট ভিসায় ওমরাহ নিষিদ্ধ

আগে অনেকেই টুরিস্ট ভিসা ব্যবহার করে ওমরাহ সম্পন্ন করতেন। কিন্তু এখন থেকে টুরিস্ট ভিসায় ওমরাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ নিয়ম ভাঙলে মদিনার রিয়াজুল জান্নাহয় প্রবেশের অনুমতিও বাতিল হয়ে যেতে পারে।

৪) ওমরাহ ভিসা বাধ্যতামূলক

সব হাজিকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে। ই-ভিসা অথবা অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্যাকেজ বুক করার পরেই অনুমতি মিলবে।

৫) সফরসূচি কঠোরভাবে মানতে হবে

ভিসার সঙ্গে হাজিদের সফরের পূর্ণাঙ্গ সূচি আপলোড করতে হবে। একবার নির্ধারিত হলে তা পরিবর্তন বা পিছানো যাবে না। সময়ের অতিরিক্ত অবস্থান করলে জরিমানা দিতে হবে।

৬) কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেনভুক্ত দেশের ভিসাধারী কিংবা সেখানকার বাসিন্দারা সৌদিতে পৌঁছেই ভিসা পাবেন। তবে শর্ত হলো—তাদের আগে অন্তত একবার ওই দেশগুলো ভ্রমণ করতে হবে।

৭) এয়ারপোর্টে বুকিং যাচাই

সৌদিতে নামার পর বিমানবন্দরে কর্মকর্তারা হোটেল ও যাতায়াত বুকিং যাচাই করবেন। প্রয়োজনীয় তথ্য না থাকলে হাজিদের যাত্রা বন্ধ হয়ে যেতে পারে অথবা এজেন্টকে জরিমানা দিতে হতে পারে।

৮) অনুমোদিত পরিবহন ব্যবহার বাধ্যতামূলক

শুধু নুসুক অ্যাপে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। বিমানবন্দর থেকে যেকোনো গাড়ি ভাড়া করে যাওয়া যাবে না।

৯) হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়সীমা

হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলাচল করে না। তাই রাত ৯টার পর সৌদিতে পৌঁছালে আগেই বিকল্প অনুমোদিত পরিবহন বুক করতে হবে।

১০) নিয়ম ভাঙলে কঠোর জরিমানা

যেকোনো নিয়ম ভাঙলে হাজিদের পাশাপাশি সংশ্লিষ্ট এজেন্টদেরও জরিমানা দিতে হবে। অননুমোদিত ট্যাক্সি ব্যবহার, নির্ধারিত সময়ের বেশি থাকা ইত্যাদির জন্য জরিমানা শুরু হবে ৭৫০ সৌদি রিয়াল থেকে।


শেষকথা

নতুন নিয়মগুলোর মূল উদ্দেশ্য হলো হাজিদের জন্য একটি নিরাপদ, সংগঠিত ও স্বচ্ছ ওমরাহ ব্যবস্থা তৈরি করা। সৌদি সরকার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করবে, যাতে হাজিদের অপ্রয়োজনীয় ভোগান্তি ও প্রতারণা থেকে রক্ষা করা যায়।

👉 তাই যারা নিকট ভবিষ্যতে ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের এখন থেকেই এসব নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

✍️ লিখেছেন: পরিপূর্ণ নিউজ টিম



আল্লাহর ঘর দেখার নিয়ত করেছেন?



তাহলে আজই যোগ দিন আমাদের বিশ্বস্ত আইডিসি হজ কাফেলায়!

📞 এখনই যোগাযোগ করুন:
👉 wa.me/+966549485900
👉 wa.me/+8801716988953

🌍 বিস্তারিত জানতে ভিজিট করুন: IslamiDawahCenter.com

📌 সীমিত আসন, আজই বুকিং নিশ্চিত করুন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button